ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে আসছেন।
ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক কমিটির সদস্য হোসেইন আল-আসাদি এ তথ্য জানিয়েছেন। খবর ইরনার।
আসাদি বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ যার সাথে বিভিন্ন রাজনৈতিক কারণে ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, ইরাকের বর্তমান সরকারের কাজ এগিয়ে নিতে হলে তেহরানের পক্ষ থেকে কাজেমি সরকারের প্রতি আন্তরিক সমর্থন দেওয়া প্রয়োজন।
হোসেইন আল-আসাদি জানান, ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প, খনি, বাণিজ্য, কৃষি জিহাদ, তেল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। এছাড়া, ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারাও মুস্তাফা কাজেমির তেহরান সফরের সময় সঙ্গে থাকবেন।
হোসেইন আল-আজাদি ইরাকি প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব, ইরান এবং চূড়ান্তভাবে আমেরিকা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি জানান, ইরাক এ সমস্ত দেশের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করতে চায়। সোমবার ইরাকি প্রধানমন্ত্রী সৌদি সফরে যাবেন। সেখান থেকে ফিরে তিনি ইরান এবং পরে আমেরিকা সফর করবেন।
বিডি প্রতিদিন/কালাম