৫ আগস্ট, ২০২০ ১২:৪৩

বৈরুত বিস্ফোরণ: অ্যামোনিয়াম নাইট্রেট আসলে কী?

অনলাইন ডেস্ক

বৈরুত বিস্ফোরণ: অ্যামোনিয়াম নাইট্রেট আসলে কী?

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ।

দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখানে ছয় বছর ধরে অরক্ষিতভাবে ২ হাজার ৭৫০ টন বিস্ফোরক দ্রব্য ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ মজুত ছিল। এ কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অ্যামোনিয়াম নাইট্রেট কী?

অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মিশ্রণ, যা জমিতে প্রয়োগের সার তৈরির কাজে লাগে। খনিতে কাজে লাগে। আবার বোমা তৈরিতেও ব্যবহার করা হয়। 

এটি এমন একটি পদার্থ যা থেকে সহজেই বিস্ফোরণ ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর