আসন্ন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ভোটারদের কাছে টানতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও বিজ্ঞাপন প্রকাশ করেছে।
এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বক্তব্য এবং আহমেদাবাদে দেয়া ট্রাম্পের ঐতিহাসিক ভাষণের ছোট ছোট ভিডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়েছে, ২০ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ভোটারদের কাছে টানতে এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশের প্রথম কয়েক ঘণ্টার মধ্যে ৬৬ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী পোস্টটি দেখেছেন। রীতিমতো এই বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে ট্রাম্প ভিক্টরি ফিনান্স কমিটির প্রধান কিম্বারলি এক টুইটে বলেন, ‘ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দারুণ সম্পর্ক রয়েছে। আসন্ন নির্বাচনে আমরা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের বিপুল সাড়া পাচ্ছি।’
ভিডিওতে ট্রাম্প ও মোদির বিভিন্ন বক্তব্য দেখানো হয়েছে। সেখানে দেশ দু’টির আন্তরিকতার সম্পর্ককে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।
বিডি প্রতিদিন/ আবু জাফর