৩১ আগস্ট, ২০২০ ১০:২২

তামিলনাড়ুর সৈকতে বিশালাকৃতির তিমি হাঙর

অনলাইন ডেস্ক

তামিলনাড়ুর সৈকতে বিশালাকৃতির তিমি হাঙর

সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ভালিনোক্কাম সৈকতে বিশালাকৃতির একটি তিমি হাঙর ভেসে এসেছে। তবে সাদা-কালো রংয়ের মিশ্রণের তিমি হাঙরটি জীবিত না মৃত তা জানা যায়নি। রবিবার সকালে রাজ্যের রামানাথপুরাম জেলার সৈকতে প্রাণীটি ভেসে আসে। 

এর আগে গত জুনে জেলায় এক আঙুলবিশিষ্ট ১৮ ফুট লম্বা একটি সামুদ্রিক জীব সৈকতে ভেসে আসে। পরে বন বিভাগের কর্তকর্মারা ময়না তদন্তের পর সৈকতের পাশেই ওই জীবটিকে সমাহিত করেন।  

বন বিভাগের কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এখানকার সৈকতে তিমি হাঙরের দেখা পাওয়া বিরল। গত চার বছরে এ প্রজাতির মাত্র চারটি প্রাণী দেখা গেছে। 

১৯৭২ সালের বন্যপ্রাণী রক্ষা আইনের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, এ ধরনের প্রাণী শিকারে জড়িত থাকলে ৩ থেকে ৭ বছরের জেলের বিধান রয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর