২৪ অক্টোবর, ২০২০ ১৯:৪১

স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট বাতিল করলো রুয়ান্ডা

অনলাইন ডেস্ক

স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট বাতিল করলো রুয়ান্ডা

ফাইল ছবি

স্কুলে ভর্তি হতে মেয়েদের প্রেগনেন্সি টেস্ট বাতিল করেছে রুয়ান্ডায় সরকার। মেয়েদের যাতে প্রেগনেন্সি টেস্টের মুখোমুখি না হতে হয় এ ব্যাপারে স্কুলগুলোতে পরিদর্শন চালাবে কর্তৃপক্ষ।

অধিকাংশ প্রাইভেট স্কুলে ভর্তির সময় মেয়েদের এ টেস্ট দিতে হতো। টেস্টে নেগেটিভ রেজাল্ট আসা শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্বাচন করা হতো।

প্রেগনেন্সি টেস্টের নিয়মকে বৈষম্যমূলক আচরণ ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেয়ে গর্ভবতী হলেও স্কুলে পড়ার অধিকার রয়েছে তার, যাতে তার জীবন আরও উন্নত হতে পারে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর