১ নভেম্বর, ২০২০ ০৪:২৩

এল সালভাদরে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৯

অনলাইন ডেস্ক

এল সালভাদরে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৯

এল সালভাদরে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। শুক্রবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, আরও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। 

ভূমিধসের ঘটনাকে ট্রাজেডি উল্লেখ করে এল সালভাদরের স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ডুরান বলেন, কাদা মাটিতে চাপা পড়া ৯ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এই কাদামাটিতে ৪ কিলোমিটার এলাকা ঢেকে গেছে। তিনি আরও বলেন, রাতে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ ১৩৩ মিলিমিটার (৫ ইঞ্চি)। এতে ভূমিধসে ১৩৫টি বাড়ি চাপা পড়েছে এবং ৩০ জন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাতভর প্রবল বৃষ্টিপাতে সান সালভাদর আগ্নেয়গিরির মাটি ধসে সেটি নেজাপা এলাকার লস অ্যাঞ্জেলিটোস গ্রামে আঘাত হানে। লস অ্যাঞ্জেলিটোসে আনুমানিক চার কিলোমিটার জায়গাজুড়ে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে এল সালভাদরের জননিরাপত্তা সংস্থা।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর