ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদনকারী সিরাম ইন্সটিটিউটের ভবনে আগুন লেগেছে।
আজ বৃহস্পতিবার দেশটির পুনে শহরের মাঞ্জরি এলাকায় অবস্থিত ইন্সটিটিউটের টার্মিনাল ১ গেটের কাছে একটি ভবনে আগুন লেগেছে। সেখানে ব্যাপক আকারে আগুন লেগেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
ভারতীয় দমকল বাহিনীর অন্তত ১০টি ইউনিট ঘটনাস্থনলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এই কারখানাতেই ভারতে অনুমোদিত অন্যতম কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করা হয়েছে। তবে আগুন লেগেছে যে ভবনটিতে, সেখানেই টিকা তৈরির কাজ হচ্ছিল কিনা, তা জানা যায়নি। সূত্র: এবিপি আনন্দ
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        