‘আগুন নিয়ে খেলার’ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, লেবাননে যেকোনও ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দেবে প্রতিরোধ আন্দোলন।
ইমাদ মুগনিয়াসহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সাইয়্যেদ নাসরুল্লাহ।
২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে গাড়িতে পেতে রাখা ইসরায়েলি বোমা বিস্ফোরণে নিহত হন মুগনিয়া। তিনি ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সাইয়্যেদ নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিযবুল্লাহ সামরিক সংঘাত চায় না তবে সংঘাতে যেতে বাধ্য করলে অতীতের যেকোনও সময়ের তুলনায় শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত আছে তারা।
তিনি বলেন, “ইসরায়েল কখনও আন্তর্জাতিক আইন মেনে চলেনি; সবগুলো যুদ্ধে দেশটি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।”
হিজবুল্লাহর মহাসচিব ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, “যেকোনও সংঘাতে আমরা কঠোর জবাব দেব। যদি তোমরা আমাদের শহরগুলোতে হামলা করো তাহলে আমরা তোমাদের শহরগুলোতে হামলা চালাব আর তোমরা যদি আমাদের গ্রামগুলোতে হামলা চালাও তাহলে তোমাদের অবৈধ ইহুদি বসতিগুলো আমাদের হামলা থেকে রক্ষা পাবে না।”
চলতি মাসের গোড়ার দিকে লেবানন সীমান্তের কাছে সামরিক মহড়া চালায় ইসরায়েল। ওই মহড়াকে যুদ্ধের উসকানি বলে মন্তব্য করেন লেবাননের প্রতিরোধ সংগ্রামের এই নেতা।
তিনি আরও বলেন, “আবার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে এমন পরিণতি দেখতে হবে যা সে ১৯৪৮ সালের পর আর কখনও দেখেনি। কাজেই আগুন নিয়ে খেলা বন্ধ করো। আমরা প্রতিরোধ করতে এবং শহীদ হয়ে যেতে প্রস্তুত রয়েছি।”
বিডি প্রতিদিন/কালাম