যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ‘ক্যাপিটল হিলে’ হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি করেন জ্যেষ্ঠ ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থম্পসন।
ট্রাম্পের পাশাপাশি তার আইনজীবী রুডি জুলিয়ানি, চরমপন্থী দল প্রাউড বয়েস ও ওথ কিপার্সের বিরুদ্ধেও মামলা করেছেন থম্পসন। মার্কিন সিনেটে শাস্তি থেকে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প রেহাই পাওয়ার দুই দিন পরই মামলা করা হল।
বিডি প্রতিদিন/কালাম