জানা গেছে, সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল ঐ নারীকে গ্রেফতার করে। ৬৫ বছরের ওই নারী সৌদির একজন প্রখ্যাত শিক্ষক। তার সঙ্গে আটক একজনের বয়স ৮০। গ্রেফতারের পর জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে।
এদিকে, মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক