ব্রিটিশ রাজপরিবারের বর্ণবৈষম্য নিয়ে ছোট ভাই প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের অভিযোগের বিষয়ে মুখ খুললেন বড় ভাই ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম।
তিনি বলেন, “ব্রিটিশ রাজপরিবার বর্ণবাদী নয়।”
মেগানের অভিযোগের পর প্রথমবারের মতো এ বিষয়ে কথা বললেন প্রিন্স উইলিয়াম।
বৃহস্পতিবার ইস্ট লন্ডনে এক স্কুল পরিদর্শনের পর উইলিয়াম আরও জানান, হ্যারি-মেগানের সাক্ষাৎকার টেলিভিশনে সম্প্রচারের পর এখনও ছোট ভাই প্রিন্স হ্যারির সঙ্গে কথা হয়নি উইলিয়ামের। তবে তিনি কথা বলবেন বলে জানান।
স্কুল পরিদর্শনের সময় উইলিয়ামের সঙ্গে তার স্ত্রী কেট মিডলটনও ছিলেন। এরআগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সাক্ষাৎকারের পর রাজপরিবারের এক সদস্যের বর্ণবাদী আচরণের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন রানি এলিজাবেথ।
বিডি প্রতিদিন/কালাম