গৃহবন্দী করা হয়েছে জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স হামজাহ বিন হোসাইনকে। সমালোচকদের ওপর ধরপাকড় অভিযানের অংশ হিসেবেই তাকে গৃহবন্দী করা হয়েছে। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।
আইনজীবীর মাধ্যমে বিবিসিকে একটি ভিডিওতে পাঠিয়েছেন কিং আব্দুল্লাহ সৎ ভাই প্রিন্স হামজাহ। তিনি তার দেশের নেতাদের দুর্নীতি, অদক্ষতা ও হয়রানির অভিযোগে অভিযুক্ত করেছেন।
এর আগে দেশটির সেনাবাহিনী প্রিন্স হামজাহকে গৃহবন্দী করার বিষয়টি অস্বীকার করেছিল। তবে তারা জানিয়েছিল, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে এমন শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রিন্স হামজাহ দেশটির আদিবাসী নেতাদের সাথে বৈঠক করেছিলেন। তাদের সমর্থনও পেয়েছিলেন তিনি। এরপরই তাকে গৃহবন্দীর খবর প্রকাশিত হয়েছে। তবে কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন প্রিন্স হামজাহ।
বিডি প্রতিদিন/ফারজানা