১৩ এপ্রিল, ২০২১ ০৬:১০

সিরিয়াকে আরব লীগে ফেরানোর আহ্বান রাশিয়ার

অনলাইন ডেস্ক

সিরিয়াকে আরব লীগে ফেরানোর আহ্বান রাশিয়ার

সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। মিশর সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল সোমবার রাজধানী কায়রোয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন।

এদিন রুশ পররাষ্ট্রমন্ত্রী তার মিশরীয় সমকক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করার পর ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ল্যাভরভ আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সিরিয়ার আরব লীগের সদস্যপদ ফেরত পাওয়া অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ২০১১ সালের গোড়ার দিকে সিরিয়া সংকট শুরু হলে সৌদি আরবের চাপে আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে। ওই সিদ্ধান্তের জের ধরে বেশিরভাগ আরব দেশ দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দিয়ে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর