১৫ এপ্রিল, ২০২১ ১২:৫৫

মিয়ানমারে এবার গণতন্ত্রকামী স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালাল জান্তা সরকার

অনলাইন ডেস্ক

মিয়ানমারে এবার গণতন্ত্রকামী স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালাল জান্তা সরকার

ফাইল ছবি

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গণতন্ত্রকামীদের বিক্ষোভে গুলি ও বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এবার জান্তা সরকারের নিরাপত্তা বাহিনী কিছু স্বাস্থ্যকর্মীদের ওপরও গুলি চালিয়েছে। দেশটির দ্বিতীয় বড় শহরে মান্দালয়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন হতাহত হয়েছেন। খবর রয়টার্স এর।

জানা গেছে, সামরিক অভ্যুত্থানবিরোধী কিছু স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করতে মান্দালয়ে জড়ো হন ভোরে। কিন্তু সৈন্যরা দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেন এবং গুলি চালান। পরে এখান থেকে কয়েকজনকে আটকও করা হয়। তবে এ ঘটনায় হতাহত ও আটকের বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এসময় অং সান সু চিসহ শীর্ষ রাজনীতিবিদদের গ্রেফতার করা হয়। সেই অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সেনা অভিযানে সাত শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর