২২ এপ্রিল, ২০২১ ০১:৪৬

মিয়ানমারের দুই প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

মিয়ানমারের দুই প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গত ২১ মার্চ মিয়ানমারের মান্দালেতে বিক্ষোভের সময় ব্যারিকেডের আড়ালে বিক্ষোভকারীরা। ফাইল ছবি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর জান্তা সরকার ও মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের আরও দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র আরও পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে যে, রাষ্ট্রায়ত্ত মিয়ানমার টিম্বার এন্টারপ্রাইজ (এমটিই) ও মিয়ানমার পার্ল এন্টারপ্রাইজের (এমপিই) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন সেনা অভ্যুত্থান হয়।  

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর