ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই সরকার দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতিকে ব্ল্যাকমেইল ও ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান থেকে জবাবদিহিতা প্রক্রিয়া শুরু করা উচিত। পিপিপি সর্বদা সাংবিধানিক আধিপত্যের পক্ষে দাঁড়িয়েছে এবং বিচার বিভাগের বিরুদ্ধে আক্রমণ বা ষড়যন্ত্র কখনো করেনি।
বিচারপতি কাজী ফয়েজ ইশার পর্যালোচনা আবেদনের বিষয়ে সাম্প্রতিক রায়ের পর এ মন্তব্য করলেন বিলাওয়াল। উল্লেখ্য, সোমবার শীর্ষ আদালত বিচারপতি ফয়েজের পরিবারের সদস্যদের বিদেশি সম্পত্তি তদন্তের জন্য এফবিআর রিভিউ পিটিশনের অনুমতি দিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক