তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র তা গোটা বিশ্বের মেনে নেওয়া উচিৎ। বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না বলে জানান তিনি।
গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর শুক্রবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এরদোগান বলেন, আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ইসরায়েল ১৯৪৭ সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো বাকি আছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটাই হচ্ছে ইসরায়েল।
সূত্র: পার্সটুডে ও ডেইলি সাবাহ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন