করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির বাজারে ভারতে একটু হলেও ভালো খবর। ভেরিয়েবেল ডিয়ারনেস অ্যালায়েন্স অর্থাৎ অনির্দিষ্ট মহার্ঘ্য ভাতার অর্থ বাড়াল দেশটির সরকার। এই তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে লাভবান হবেন প্রায় দেড় কোটি কর্মচার। মাসে ১০৫ থেকে ২১০ রুপি তারা বেশি পাবেন।
চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নতুন হার কার্যকর হবে। এর ফলে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোতে যারা শ্রমিকের কাজ করেন, তাদের ন্যূনতম আয়ও বাড়বে বলে জানানো হয়েছে। মূলত রেল, কয়লা খনি, তেল খনি, বন্দরসহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থায় যারা কাজ করেন তাদের জন্য এটি প্রযোজ্য হবে। যারা চুক্তিভিক্তিক ও অস্থায়ীভাবে কাজ করছেন, তারাও এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধিতে লাভবান হবেন।
দেশটির মুখ্য কেন্দ্রীয় শ্রম কমিশনার জানিয়েছেন যে, সেন্ট্রাস স্ফিয়ারে কর্মরত শ্রমিকরা মাসে ১০৫- ২১০ রুপি বেশি পাবেন। অল্প হলেও এই মহামারির বাজারে এই রুপি নিশ্চিতভাবেই তাদের কাজে লাগবে। মূলত মুদ্রাস্ফীতির সূচক অনুযায়ী এই অনির্দিষ্ট মহার্ঘ্য ভাতা নির্ধারিত হয়। শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার জানিয়েছেন যে, প্রায় দেড় কোটি মানুষ এতে লাভবান হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ