১১ দিন ধরে হামলা-পাল্টা হামলা শেষে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি ঘোষণা করার পর গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘরে ফিরছেন হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলেও জনজীবন স্বাভাবিক হচ্ছে।
শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় বিধ্বস্ত অবকাঠামো পুননির্মাণ করতে মিলিয়ন মিলিয়ন ডলার প্রয়োজন।
গত ১১ দিনে ইসরায়েলি হামলায় ২৪৮ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ৬৬টি শিশুও রয়েছে। আহত হয়েছে ১৯০০ জন। এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একজন সেনা এবং দুই শিশুসহ ১২ বেসামরিক মানুষ মারা গেছে। এছাড়া শত শত মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র : আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা