ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদে সংঘর্ষের ছবি তোলার সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) এক ফটো সাংবাদিককে মারধর করেছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কম্পাউন্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার সময় এ ঘটনা ঘটে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিষয়টি জানালেও এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি এএফপি।
এর আগে গাজায় ১১ দিনের সামরিক আগ্রাসনের সময় অ্যাসোসিয়েট প্রেস (এপি) এবং আল-জাজিরার ব্যুরো অফিস ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।
যুদ্ধবিরতি ঘোষণার আগে গাজায় ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে ২৪৮ ফিলিস্তিনির মৃত্যু হয়। নিহতদের ৬৬ জনই শিশু। হামলার সময় গুঁড়িয়ে দেওয়া হয় অনেক বহুতল ভবন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ