প্রায় দু’বছর আগে সাধারণ চা বিক্রেতার চোখের জাদুতে মুগ্ধ হয়েছিল নেটদুনিয়া। মুহূর্তে ভাইরাল হয়ে রাতারাতি আলোচনায় উঠে আসেন ‘আরশাদ খান চা-ওয়ালা’। সময় পেরিয়েছে সেই সাধারণ চা বিক্রেতা আরশাদ এখন ইসলামাবাদে ঝাঁ চকচকে রেস্তোরাঁর মালিক।
জানা গেছে, এবার পাকিস্তান ছাড়িয়ে তার চায়ের জাদু নিয়ে এবার লন্ডনেও ক্যাফে খুলতে চলেছেন আরশাদ খান চাওয়ালা। ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’-এ আরশাদ এমনটাই জানিয়েছেন।
তার ইসলামাবাদে থাকা ক্যাফের নাম ‘কাফে চা-ওয়ালা’। আরশাদ বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছেন দোকানের নাম পরিবর্তন করে আমার নিজের নামে রাখার জন্য। কিন্তু আমি তা চাই না। ইসলামাবাদের তার কাফেতে ১৫-১২টি ডিশ রোজ তৈরি হয়।’
উল্লেখ্য, ২৩ বছরের আরশাদের বাড়ি ইসলামাবাদে। যদিও তিনি নিজের পরিচয় দেন ‘আরশাদ খান চা-ওয়ালা’ হিসাবেই। তিনি রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি পাকিস্তানে একাধিক নামি ব্রান্ডের মডেল হিসেবেও কাজ করেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক