ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ দখলদার ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ে এক অভিনন্দন বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মজলুম জনগণের ১২ দিনের সংগ্রামের মধ্যদিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়ের ঐশী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের এবারের প্রতিরোধ নয়া অধ্যায়ের সূচনা করেছে এবং নিশ্চিতভাবে বলা যায় বায়তুল মুকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক