২৩ জুন, ২০২১ ১৬:৫৩

যোগাসনের উৎপত্তির সময় ‘ভারতের অস্তিত্বই’ ছিল না, ফের ওলিতে বিব্রত ভারত

অনলাইন ডেস্ক

যোগাসনের উৎপত্তির সময় ‘ভারতের অস্তিত্বই’ ছিল না, ফের ওলিতে বিব্রত ভারত

ফাইল ছবিতে ভারতের প্রধানমন্ত্রী ও কেপি শর্মা ওলি (বামে)

যোগাসনের উৎপত্তির সময়ে ভারতের কোনও অস্তিত্বই ছিল না বলে দাবি করে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন, ভারত নয়, যোগাসনের উৎপত্তি আসলে নেপালেই। শুধু তাই নয়, যোগাসনের উৎপত্তির সময় ভারত ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত উপমহাদেশ ছিল মাত্র।

বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী। সেখানেই তিনি যোগ ব্যায়ামের উৎস নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন। ওলির এমন মন্তব্যে ফের বিব্রত হয়েছে ভারত। যদিও এ নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।

এর আগে ওলি দাবি করেছিলেন, ‘রামচন্দ্রের জন্ম অযোধ্যায় নয়, বরং নেপালে।’ ভারতের ওপর ক্ষোভ নিয়ে ওলি বলেছিলেন, ‘প্রকৃত সত্যকে বলপূর্বক দখল করা হয়েছে।’

উল্লেখ্য, সাম্প্রতিককালে বন্ধুত্ব ভুলে ভারতের সঙ্গে বারংবার সংঘাতের পথে হাঁটেছে নেপাল। চীনের ইন্ধনে ভারত-নেপাল সীমান্ত নিয়ে বিতর্ক বাড়িয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে এবার ভারতকে আবারও খোঁচা দিলেন নেপালি প্রধানমন্ত্রী।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর