২৩ জুন, ২০২১ ১৯:২৩

চীনকে পৃথককারী তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, কি বলছে বেইজিং

অনলাইন ডেস্ক

চীনকে পৃথককারী তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, কি বলছে বেইজিং

ফাইল ছবি

আরও তিক্ততায় পৌঁছালো যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব। এবার তাইওয়ান এবং মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্টিস উইলবার চীনকে পৃথককারী তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে। বিষয়টি ভালোভাবে নেয়নি চীন, এরই মধ্যে নিন্দা জানিয়েছে দেশটি। খবর রয়টার্স এর।

তবে যুক্তরাষ্ট্র বলছে ভিন্ন কথা। তাদের দাবি, জাহাজটি আন্তর্জাতিক আইন অনুসারে একটি রুটিন বা নিয়মিত ট্রানজিটে ছিল। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বিষয়টি নিশ্চিত করে জানায়, একমাস আগে এই জাহাজটিই এখানে ট্রানজিট নিয়েছিল। 

চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী জাহাজের পুরো উত্তরণটি পর্যবেক্ষণ করেছে এবং সতর্ক করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে একই পুরাতন কৌশলগুলো খেলছে এবং তাইওয়ান প্রণালীতে সমস্যা সৃষ্টি করছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর