সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনেতাদের উদ্দেশ্যে কাতর অনুরোধ জানালেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তার আর্জি, “আমাদের দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন।”
আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পর থেকেই দেশটিতে ফের শুরু হয়েছে তালেবানদের তাণ্ডব। আফগানিস্তানজুড়ে নতুন করে অরাজকতার সৃষ্টি হয়েছে, যার মোকাবিলা করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সরকারের পক্ষে। প্রতিদিন নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। ঘরছাড়া হচ্ছে বহু মানুষ।
দেশটির পশ্চিম প্রান্তের গ্রামাঞ্চলের পুরোটাই তালেবানদের দখলে চলে গেছে। কার্যত উদ্বাস্তু হয়ে মানুষ কাবুলে গিয়ে ভিড় জমাচ্ছেন। রাস্তায়, পার্কে কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন তারা। বেশিরভাগই শিশু ও বৃদ্ধ, যারা জানেই না যে- তাদের অন্ন সংস্থান করা বাবা-ভাই-ছেলেরা এখন কোথায় রয়েছে।
এমন অবস্থায় তারকা ক্রিকেটার রশিদ খান আফগানিস্তানকে বাঁচানোর আবেদন জানালেন বিশ্বনেতাদের কাছে। রশিদ খান টুইট করেন, “প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। প্রতিদিন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন, মারা যাচ্ছে। ঘর-বাড়ি ও সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন বিশৃঙ্খলার মধ্যে ফেলে রাখবেন না। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন। আমরা শান্তি চাই।”
বিডি প্রতিদিন/কালাম