সম্প্রতি আফগানিস্তান সংকট নিরসনে লন্ডনে কোবরা কমিটির এক জরুরি বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৈঠক শেষে তিনি প্রয়োজনে তালেবানের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বরিস জনসন বলেন, আফগানিস্তানের জন্য 'সমাধান খোঁজার' জন্য প্রয়োজনে তিনি তালেবান বিদ্রোহীদের সাথে কাজ করবেন, কারণ সরকার কাবুল থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে 'কঠিন' চ্যালেঞ্জ নেভিগেট করে। আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে চিরস্থায়ী অঙ্গীকার রয়েছে ব্রিটেনে। তাই এই সংকট সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এই কারণে প্রয়োজন হলে তালেবানের সাথে কাজ করবে লন্ডন।
এছাড়াও কাবুল বিমানবন্দর প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গত দুইদিনে প্রায় ২ হাজার মানুষকে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজনে আরও মানুষকে কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নেয়া হবে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
বিডি প্রতিদিন / অন্তরা কবির