চীনা নাগরিক বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে পাকিস্তানের গোয়াদার বন্দর এলাকায় গতকাল শুক্রবার চালানো আত্মঘাতী হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। ইসলামাবাদে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছে চীন।
শুক্রবারের ওই হামলায় অন্তত দুই শিশু নিহত এবং তিনজন আহত হয়েছেন। চীনা দূতাবাস এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে কথাও বলেছে পাকিস্তানকে। একইসঙ্গে আহতদেরকে সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি এই ঘটনার আদ্যোপান্ত তদন্ত করতে হবে এবং যারা দোষী তাদের কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছে চীনা দূতাবাস।
যাদও এ হামলায় পাকিস্তানি ও চীনা নাগরিকদের হতাহতের ব্যাপারে দূতাবাস দুঃখ এবং সমবেদনা প্রকাশ করেছে। এর আগেও পাকিস্তানে বেশ কয়েকবার চীনা নাগরিকদের ওপর হামলা হয়েছে এবং বেশ কয়েক জন মারা গেছেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক