আফগানিস্তানের কাবুলে বিভিন্ন সরকারি অফিসে ঢুকতে কর্মকর্তা-কর্মচারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। শনিবার সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে এমন ঘটনা ঘটেছে।
রাজধানী কাবুলের অধিকাংশ সড়ক মরুভূমিতে পরিণত হয়েছে। সেখানে এখন শুধু তালেবানের চেকপয়েন্ট ও টহল দেখা যায়। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটির অধিকাংশ সরকারি ভবন, ব্যাংক, পাসপোর্ট অফিস, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।
সাইদ হামিদুল্লাহ নামে একজন সরকারি কর্মচারী বলেন, ‘আমি সকালে অফিসে গিয়েছিলাম। এসময় অফিসের ফটকে থাকা তালেবান সদস্য জানায়, সরকারি অফিস খোলার বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি।’
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মচারী বলেন, কাবুলে মন্ত্রণালয়ের যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘তারা কাউকেই ভবনের ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাদের একজন আমাদের জানায়, নতুন মন্ত্রী নিয়োগ না হওয়া বা নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
বিডি প্রতিদিন/এমআই