ভারত সরকার কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। এরই মধ্যে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার অঞ্চলটির আলোচিত নেতা সৈয়দ আলী শাহ গিলানির দাফন সম্পন্ন হয়। এরপরই আজ শুক্রবার জুমার নামাজ উপলক্ষে বিভিন্ন স্থানে সেনা মোতায়েন বাড়িয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স এর।
এর আগে, বুধবার রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ শ্রীনগরের হায়দরপুরায় সৈয়দ আলী শাহ গিলানি নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর উপত্যকায় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইন্টারনেট সেবাও সাময়িক বন্ধ রাখা হয়েছে। হায়দরপুরায় গিলানির বাড়ির বাইরেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক