করোনাভাইরাসে সংক্রণের পর দেহরক্ষী অসুস্থ হয়ে পড়ায় আইসোলেশনে চলে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে তার
নির্ধারিত তাজিকিস্তান সফর বাতিল করা হয়েছে। মঙ্গলবার ক্রেমলিনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
আফগানিস্তানে সৃষ্ট সঙ্কটকে সামনে রেখে আঞ্চলিক সহযোগিতার বিষয়ক জোট সিএসটিও ও এসসিও এর উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তাজিকিস্তানে।
সফর বাতিল হওয়ার বিষয়টি তাজিকিস্তানের প্রেসিডেন্টকে কল করে জানিয়েছেন পুতিন। তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন।
উল্লেখ্য, পুতিন রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার দুই ডোজ নিয়েছেন। তারপরও সতর্কতাবশত তিনি সঙ্গনিরোধে গেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা