১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১৫

‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে আরও দেশকে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র’

অনলাইন ডেস্ক

‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে আরও দেশকে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র’

অ্যান্টনি ব্লিংকেন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাইডেন প্রশাসন আরও দেশকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে স্বাভাবিকীকরণ চুক্তির প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার এক ভার্চুয়াল ইভেন্টে বক্তব্যে তিনি এ কথা জানান। এই চুক্তিতে পরে মরক্কো, সুদান এবং কসোভো অন্তর্ভুক্ত ছিল - ব্লিঙ্কেন চুক্তিটি জোরদার করতে ওয়াশিংটন যে পদক্ষেপ নেবে তা তুলে ধরেন। এই পরিকল্পনায় ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব সমাধানের জন্য চাপ দেওয়া অন্তর্ভুক্ত ছিল না।

ব্লিংকেন বলেন, ‌‘প্রথমত, আমরা বাহরাইন, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, সুদানের সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদার করতে সাহায্য করব, যারা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছে। এ ছাড়া কসোভো, দেশটি ইসরায়েলের সঙ্গে শুরুতে সম্পর্ক স্থাপন করেছিল।’ 

আব্রাহাম অ্যাকর্ড হলো ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃক ২০২০ সালের ১৩ আগস্ট সই করা একটি সম্মতিপ্রাপ্ত চুক্তি। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় এ চুক্তি সই হয়। 

সূত্র : আল-জাজিরা

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর