১৮ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩০

পলাতক কারাবন্দীদের ধরতে ৩০ মিলিয়ন ডলার ব্যয় ইসরায়েলের

অনলাইন ডেস্ক

পলাতক কারাবন্দীদের ধরতে ৩০ মিলিয়ন ডলার ব্যয় ইসরায়েলের

ফাইল ছবি

দখলদার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনি বন্দীকে নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। যা নিয়ে হতভম্ব হয়েছিলেন ইহুদিবাদী নেতারা। এ ঘটনার পর ইসরায়েল জর্ডানের সাহায্য চেয়েছিলো বলে জানা যায়। তবে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক জানালো ভিন্ন তথ্য। 

গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনি বন্দীকে গ্রেফতার অভিযানে ইসরাইলের ৩০ মিলিয়ন ডলার খরচ হয়েছে।ইসরায়েলের সেনাবাহিনী ও দেশটির শিনবেথ গোয়েন্দা সংস্থার যৌথবাহিনী আর পুলিশ শতাধিক চেকপয়েন্ট বসিয়ে ওই ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে টানা ১৪ দিন ধরে খুঁজেছে ড্রোন ও হেলিকপ্টার দিয়ে। পরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ছয় ফিলিস্তিনি কারাবন্দীর মধ্যে চারজনকে খুঁজে পায় এবং পুনরায় গ্রেফতার করে। তবে, এখনো পলাতক দু’কারাবন্দীর খোঁজ চলছে।

এ ঘটনায় ফিলিস্তিনের অন্যতম ইসলামপন্থী সংগঠন হামাস বলেছিল, ইসরায়েলি কারাগারের কঠোর নিরাপত্তার মধ্যেও ফিলিস্তিনি বন্দীদের পলায়ন দেশটির সামরিক সম্মানে আঘাত। ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে অবিরত সংগ্রামের একটি ধাপ এটি। এ ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে স্বাধীনতার আশা বাড়িয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর