অতিরিক্ত ক্ষমতা গ্রহণের অভিযোগে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়েদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। আজ শনিবার দেশটির রাজধানী তিউনিসে হাজারো মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। খবর আল জাজিরার।
এসময় বিক্ষোভকারীরা অভ্যুত্থান বাতিল চেয়ে পার্লামেন্ট ভেঙে দেয়ার আহ্বান জানান। তারা দাবি করে, আমরা বৈধতায় ফিরতে চাই। যদিও ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা, পার্লামেন্ট স্থগিত করা এবং নির্বাহী কর্তৃত্ব গ্রহণ করার পর এই প্রথম প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হলো। বিরোধীরা এ পদক্ষেপকে 'অভ্যুত্থান বলে দাবি করছেন।
বিডি-প্রতিদিন/শফিক