১৮ সেপ্টেম্বর, ২০২১ ২৩:২৮

জাস্টিন ট্রুডো ও এরিন ওটুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

অনলাইন ডেস্ক

জাস্টিন ট্রুডো ও এরিন ওটুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

জাস্টিন ট্রুডো ও এরিন ওটুল

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাতীয় নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার কথা স্বীকার করেছেন। সদ্য প্রকাশিত এক জরিপেও এমন আভাস দেওয়া হয়েছে। বলা হচ্ছে, সোমবারের ভোটে কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল এবং ট্রুডোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খবর বিবিসি ও রয়টার্স এর।

এর আগে,  অন্টারিওর উইন্ডসরে একটি নির্বাচনী প্রচারণায় ট্রুডো বলেন, করোনাকাল নির্বাচনের জন্য অনুকূল সময় নয়। এই সময়ে অনেকেই হতাশায় ভুগছেন। আমরা সবাই আসলে স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছি। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়। এখন সময় নিজের পছন্দের ব্যক্তিকে বেছে নেওয়ার। 

এখন সময় সিদ্ধান্ত নেওয়ার। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে করোনা মহামারির ইতি টানতে হবে, জলবায়ু পরিবর্তন ঠেকাতে হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে বলেও তিনি নিজের অভিমত জানান। উল্লেখ্য, জরিপের ফলাফল অনুযায়ী, বর্তমানে ট্রুডোর দলের জনপ্রিয়তা ৩২ এবং কনজারভেটিভদের ৩১ শতাংশ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর