১৯ সেপ্টেম্বর, ২০২১ ০২:৩৫
ইরান থেকে তেল আমদানি

হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার

ইরান থেকে তেল আমদানি করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। গতকাল শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। খবর আরব নিউজের

আরব নিউজের খবরে বলা হয়েছে, আমেরিকার দেওয়া নতুন এই নিষেধাজ্ঞার আওতায় লেবানন ও কুয়েত-ভিত্তিক একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের সদস্যরা এর আওতাভুক্ত থাকবেন। ওয়াশিংটনের অভিযোগ এই প্রতিষ্ঠান লেবাননের হিজবুল্লাহ আন্দোলনকে অর্থ দিয়ে সহযোগিতা করছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গত শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে, তাদের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় লেবানন ও কুয়েত-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটির সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিষ্ঠানটি হিজবুল্লাহ এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সকে অর্থ যোগান দিয়ে আসছে।

নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের মধ্যে মোর্তেজা মিনায়ে হাশেমী রয়েছেন। তার বিরুদ্ধে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ তিনি হিজবুল্লাহ এবং কুদস ফোর্সকে অর্থ যোগান দিয়ে আসছেন। তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে চীনা নাগরিক ইয়ান সু জুয়ান এবং সং জিং সহযোগিতা করেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর