দেশের উত্তরাঞ্চলে বড় সামরিক মহড়া শুরু করেছে ইরানি সেনাবাহিনী। এর নাম দেয়া হয়েছে 'খায়বার বিজয়ী'। মহড়ায় শুক্রবার সাঁজোয়া যান, ড্রোন ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটানো হয়েছে। এ খবর দিয়েছে দেশটির টিভি চ্যানেল প্রেস টিভি।
ইরান বলছে, আজারবাইজান-ইরান সীমান্তে ইসরায়েল এবং আইএসআইএল এর উপস্থিতি নিয়ে তেহরান উদ্বিগ্ন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এ মহড়ায় প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি করা দূর পাল্লার ড্রোন এবং অন্যান্য নতুন কিছু অস্ত্রের পরীক্ষা চালানো হয়।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যখন প্রতিবেশী দেশ আজারবাইজানের সাথে বৈরিতা দেখা দিয়েছে ঠিক তখনই এমন সামরিক মহড়া শুরু করলো ইরান। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এর আগে বাকুতে আজারবাইজান, তুরস্ক এবং পাকিস্তান তিন জাতি সামরিক মহড়া পরিচালনার পরপরই গেল মাসে ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড আজারবাইজান সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি এবং সামরিক সারঞ্জাম বৃদ্ধি করে। আর ঠিক এমন সময় এই সামরিক মহড়া।
বিডি-প্রতিদিন/শফিক