ইমেয়েনের হুথি বিদ্রোহীদের বিস্ফোরক ভর্তি একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষ জাজানের দক্ষিণাঞ্চলে পতিত হয় এবং সেখানের কিছু ঘর-বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার জাজান প্রদেশের দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়।
জাজানের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র কর্নেল মোহাম্মদ আল-গামদি বলেন, বিস্ফোরক ভর্তি একটি ড্রোনটি টুকরো টুকরো হয়ে উহুদ আল-মাসারাহ গভর্নরেটের একটি আবাসিক এলাকার পড়ে। কিন্তু সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২০১৪ সালে ইরানি মদদপুষ্ট হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রাব্বি মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান। এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট।
সূত্র: আরব নিউজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন