ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালীতে অভিযানের পর তাইওয়ানের আকাশে পাল্টা মহড়ায় ২৫টি বিমান পাঠিয়েছে চীন। এর মধ্যে ২২টি জঙ্গিবিমান, পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি বোমারু বিমান এবং একটি সাবমেরিন বিধ্বংসী বিমান ছিলো।
গতকাল শুক্রবার চীনা তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। যদিও চীনের এই মহড়ার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ব্রিটেনের।উল্লেখ্য, তাইওয়ান নিজেকে আলাদা রাষ্ট্র দাবি করলেও চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে দেখে থাকে। আন্তর্জাতিকভাবেও বেশিরভাগ দেশ তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে স্বীকার করে। সূত্র : পার্সুটডে।
বিডি-প্রতিদিন/শফিক