ইরানের সেনাবাহিনী নতুন রাডার ও সিম্যুলেটর উদ্বোধন করেছে। নতুন রাডার ও সিম্যুলেটর ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন আকাশ প্রতিরক্ষা ইউনিটের প্রধান।
শনিবার উদ্বোধনের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ উপস্থিত ছিলেন।
নতুন হরমুজ রাডার শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের গতি, অবস্থান ও সর্বশেষ তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্রে পাঠাতে পারে। এছাড়া নতুন শামস সিম্যুলেটর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় অত্যন্ত কার্যকর। খবর-পার্সটুডের।
উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেন, নতুন রাডার ও সিম্যুলেটর ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়ে দেবে। ইরানের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এসব সরঞ্জাম তৈরি করেছে।
ইরানের সশস্ত্র বাহিনী সমরাস্ত্রে স্বনির্ভরতা অর্জন করেছে। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় নানা নিষেধাজ্ঞা মোকাবেলা করে দেশটি অন্যান্য খাতের মতো সামরিক খাতেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন