মিয়ানমারের সাধারণ মানুষ এখন ভয়াবহ সংকটের মধ্যে আছেন। সেখানে দারিদ্র্যের অবস্থা এতোটাই খারাপ যে বিগত ২০ বছরের মধ্যে দেশটির মানুষ এমন চিত্র দেখেনি বলে জানিয়েছেন নিযুক্ত জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তা অ্যান্ড্রু কিরকুড। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
অ্যান্ড্রু কিরকুড বলেন, গত ১ ফেব্রুয়ারি সামরিক জান্তার ক্ষমতা দখলের পর থেকে পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। দেশটিতে সহায়তার প্রয়োজন পড়া মানুষের সংখ্যা তিন গুণ বেড়েছে। এই সংখ্যা এখন ৩ কোটিতে দাঁড়িয়েছে। আর ২ কোটি জনগণ দারিদ্র্যের মধ্যে বসবাস করে, যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক।
উল্লেখ্য, দেশটিতে এই সংকটের কারণ হলো ক্রমবর্ধমান সাম্প্রদায়িক বিভাজন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সেনাবাহিনীর ক্ষমতাচ্যুত করা এবং করোনা মহামারি। দারিদ্র্যতা নিয়ে জাতিসংঘের দায়িত্বশীল কর্তার এমন বক্তব্য মিয়ানমারের সেনা সরকারের জন্য খুবই অস্বস্তির। সূত্র : এপি।
বিডি-প্রতিদিন/শফিক