বিমানের ইঞ্জিনে বড় একটা পাখি ঢুকে পড়েছিল, তাও আবার উড্ডয়নের সময়। অতঃপর আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি বিমানবন্দরে।
শনিবারের এ ঘটনার কথা স্পিরিটি এয়ারলাইন্সের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে ফক্স নিউজ। স্পিরিট ও বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানটি থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে দুইজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় বিমানবন্দরটি। পরে ফেডারেল এভিয়েশন অথোরিটি (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে তদন্ত করেন। এরপর আবার চালু হয় বিমানবন্দর।
এদিকে ওই দুর্ঘটনাকবলিত বিমানের সব যাত্রীকে পুরো টিকিটের টাকা ফেরত দিয়েছে স্পিরিটি এয়ারলাইন্স।
সূত্র : ফক্স নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ