এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করলো উত্তর কোরিয়া। দেশটি দাবি করেছে, নিরাপত্তা পরিষদ দ্বিমুখী নীতিতে বিশ্বাসী। উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ নিয়ে নিরাপত্তা পরিষদ আলোচনা বসায় এক প্রতিক্রিয়ায় এমন জানিয়েছে কিম জং উনের দেশ। খবর দ্য গার্ডিয়ানের।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জো চুল সু জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের এমন বৈঠক আসলে উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সীমালঙ্ঘন। এটি একটি গুরুতর উস্কানি। দক্ষিণ কোরিয়া মহড়া চালালে নিরাপত্তা পরিষদ চুপ থাকে অথচ উত্তর কোরিয়া যখন নিজেকে নিরাপদ রাখতে মিসাইল পরীক্ষা চালায় তখন তা নিয়ে বৈঠক করা হ।
উল্লেখ্য, এক মাসের কম সময়ে চারটি মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ গত বৃহস্পতিবার নতুন একটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে দেশটি। এর কয়েকদিন আগেই উত্তর কোরিয়া একটি হাইপারসনিক মিসাইল উদ্বোধন করেছে, যেটির পারমাণবিক অস্ত্রের সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক