ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেশগুলোর সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে এসব দেশে বিদেশি সেনাদের হস্তক্ষেপ বন্ধ করা।
রবিবার ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্রাজুয়েটদের পাস-আউট অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।
আয়াতুল্লাহ খামেনি বলেন, আঞ্চলিক দেশগুলোতে বিদেশি হস্তক্ষেপের কারণে এসব দেশের মধ্যে মতবিরোধ তৈরি হয় এবং এ দেশগুলোর মারাত্মক ক্ষতি হয়। তিনি ইরানের দৃষ্টান্ত অনুসরণ করে বিদেশি সেনা হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা সমাধানের জন্য এসব দেশের প্রতি আহ্বান জানান।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, একটি দেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে সেদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এ বিষয়টি ইরানের কাছে স্বাভাবিক হলেও বিশ্বের বহু দেশ এমনকি অনেক ইউরোপীয় দেশও প্রতিরক্ষা ক্ষেত্রে মারাত্মক দুর্বল অবস্থায় রয়েছে।
আমেরিকা ও ইউরোপের মধ্যকার সাম্প্রতিক টানাপড়েনের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, ইউরোপের কোনো কোনো দেশ আমেরিকার পদক্ষেপকে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ হিসেবে উল্লেখ করেছে। এসব দেশ একথা বলতে চেয়েছে যে, ইউরোপকে ন্যাটো তথা আমেরিকার ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিদেশি শক্তির ওপর নির্ভরতার মাধ্যমে যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে- উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা, যুদ্ধ ও শান্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতার পরিণতি মারাত্মক বিপর্যয় ছাড়া আর কিছু হয় না।
সূত্র: পার্সটুডে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন