দেশটির ইতিহাসে সবচেয়ে বড় হেরোইনের চালান জব্দ করার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ান পুলিশ। দেশটির পুলিশের দাবি, তারা ১০৪ মিলিয়ন ডলারের সমমূল্যের হেরোইন জব্দ করেছে। যা এ যাবতকালে জব্দ হওয়া সবচেয়ে বড় চালান।
শনিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার পুলিশের বরাতে এই খবর প্রকাশ করেছে রয়টার্স।
তাদের প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ৪৫০ কেজি ওজনের ওই হেরোইনের আনুমানিক দাম ১৪০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৮৮ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকারও বেশি।
এদিকে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, অবৈধ এই মাদক আমদানির দায়ে অস্ট্রেলিয়া প্রবাসী মালয়েশীয় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে মাদক চোরা চালান সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে ওই ব্যক্তির সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড।
মেলবোর্নের একটি ব্যবসায়িক ঠিকানা ব্যবহার করে সিরামিক টাইলসের কন্টেইনারে করে মালয়েশিয়া থেকে ওই হেরোইন আনা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর