ভারতের কেরালায় প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাস ও ব্যক্তিগত গাড়ি। রাজ্যটিতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র।
খবরে বলা হয়েছে, দেশটির কেরালার দক্ষিণ ও মধ্যবর্তী জেলাগুলো বৃষ্টির কারণে তলিয়ে গেছে। এছাড়াও কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।
ছয়টি জেলার রেড অ্যালার্ট এবং ছয়টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টিপাতের ভিডিও ভাইরাল হয়েছে।
কোট্টায়াম জেলার একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তা যেন নদীতে রূপ নিয়েছে। আর জলমগ্ন রাস্তায় একটি বাস প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে। যাত্রীরা বের হয়ে আসার চেষ্টা করছেন।
আরেকটি ভিডিওতে জলমগ্ন রাস্তা দিয়ে কয়েকজনকে একটি ব্যক্তিগত গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন...
বিডি প্রতিদিন/আবু জাফর