১৭ অক্টোবর, ২০২১ ১৩:৪৭

‘নেভার এগেইন ফ্যাসিজম’ স্লোগানে ইতালিতে বড় বিক্ষোভ

অনলাইন ডেস্ক

‘নেভার এগেইন ফ্যাসিজম’ স্লোগানে ইতালিতে বড় বিক্ষোভ

‘নেভার এগেইন ফ্যাসিসম’ স্লোগানে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ

ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ দেখা গেল ইতালির রাজধানী রোমে। গতকাল শনিবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ হয়। ‘নেভার এগেইন ফ্যাসিজম’ এই স্লোগানে দেশটির রাজধানীর মূল চত্বর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন কমপক্ষে ৫০ হাজার মানুষ।

শ্রমিকদের পক্ষে এতে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে এবং পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মায়ো। কর্মক্ষেত্রে যোগদানের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক এবং গ্রিনপাসের বিরুদ্ধেও জোরালো স্লোগান দেন ক্ষুব্ধ শ্রমিকরা।

তারা বলছেন, এর মাধ্যমে নাগরিক অধিকার হরণ করছে সরকার। গেল সপ্তাহেই শ্রমিক ইউনিয়নের সদর দফতরে ভাঙচুর চালায় কট্টর ডানপন্থীরা। সরকার বিরোধী অবস্থান নেয়ায় তাদের হুমকি-হুঁশিয়ারিও দেয়। তারই প্রতিক্রিয়ায় ছিল রোমের বিশাল প্রতিবাদ সভা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল।

 

সূত্র : আল-জাজিরা

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর