স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাইল রেদোয়ান সোমবার গাজায় এক বক্তৃতায় বলেন, আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ইরানি প্রতিনিধিদলের সাহসী পদক্ষেপ ফিলিস্তিনের ব্যাপারে ইরানের সুস্পষ্ট ও প্রশংসনীয় নীতি-অবস্থান প্রমাণ করেছে। ফিলিস্তিন সংকট এবং ফিলিস্তিনি জাতির প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরান তার অকুণ্ঠ সমর্থন কখনও গোপন রাখেনি এবং দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নানামুখী প্রলোভন প্রত্যাখ্যান করেছে।
গত শনিবার মাদ্রিদে আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি অ্যাভি দিখতার বক্তব্য দিতে উঠলে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের দমন-পীড়নের প্রতিবাদে ইরানি প্রতিনিধি দল সম্মেলনস্থল ত্যাগ করেন।
এছাড়া, ইরানি প্রতিনিধিদলের প্রধান আহমাদ নাদেরি সম্মেলনে দেয়া বক্তব্যে ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি তার দেশের সর্বাত্মক সমর্থন ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত