করোনা মহামারির পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফর হিসেবে ভারতে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে পুতিনকে স্বাগত জানালেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার হায়দ্রাবাদ হাউসে মোদি ও পুতিন পরস্পরের সঙ্গে দেখা করেন। তবে তার আগেই দুদেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনাও হয় এদিন। এর আগে নরেন্দ্র মোদি টুইট করে লিখেন, ‘বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত। আমাদের বিশেষ স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও শক্তিশালী করবে এই মিটিং। আমরা যা উদ্যোগ নিয়েছি তাতে নতুন ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে আরও বৃদ্ধি করবে।’
মোদি বলেন, ‘কোভিড নিয়ে নানা চ্যালেঞ্জ থাকলেও ভারত-রাশিয়া সম্পর্কে কোনোপরিবর্তন হয়নি। গত কয়েক দশক ধরে নানা মৌলিক পরিবর্তন দেখেছে গোটা বিশ্ব। নানা ধরনের ভূরাজনৈতিক সমীকরণও উঠে এসেছে। কিন্তু ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব আজও অম্লান। ভারত ও রাশিয়ার মধ্যে এই সম্পর্ক বাস্তবিকই বন্ধুত্বের একটি অনন্য ও বিশ্বাসযোগ্য মডেল।’
প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা মনে করি ভারত একটি বড় শক্তি, একটি বন্ধুত্বপূর্ণ দেশ, সময় দিয়ে যাচাই করা বন্ধু। আমাদের দুদেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি।’ দিল্লিতে সংবাদমাধ্যমের সামনে তিনি জানিয়েছেন, শক্তি সম্পদে, আবিষ্কারে, মহাকাশে, করোনাভাইরাস ভ্যাকসিন তৈরিতে দুটি দেশ অংশীদারিত্ব বজায় রাখবে।
প্রসঙ্গত একে-২০৩ রাইফেল তৈরি নিয়েও এদিন দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ