ইউক্রেন-রাশিয়া মধ্যকার উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে বৈঠক শেষে স্বস্তির বার্তা দিয়েছেন, তবুও উত্তাপ দেখে যাচ্ছে ইউক্রেন ইস্যুতে।
এবার ইউক্রেনে যুদ্ধ নিয়ে মুখ খুললেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। তিনি বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে ইউক্রেইন সংকটের নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বাধলে তা হবে পাগলামি। আসুন ঈশ্বরের কাছে আমরা শান্তি প্রার্থনা অব্যাহত রাখি, যেন এই উত্তেজনা ও যুদ্ধের হুমকি টানা আলোচনার মধ্য দিয়ে অতিক্রম করা যায় এবং নরম্যান্ডি কাঠামোর আলোচনা যেন এই উদ্দেশ্য হাসিলে ভূমিকা রাখতে পারে
বুধবার দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, ইউক্রেন সংকটে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেন ঘিরে রাশিয়া আর উত্তেজনা বৃদ্ধি করবে না বলেও জানিয়েছেন তিনি। গত সোমবার বিকালে ম্যাক্রোঁ রাশিয়া সফরে করেন। সন্ধ্যা পর্যন্ত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো থেকে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে গিয়েছেন। সংকট নিরসনে মধ্যস্থতা করতে ও যুদ্ধ এড়াতে মঙ্গলবার ম্যাক্রোঁ মস্কো থেকে কিয়েভে ছুটে যান।
বিডি-প্রতিদিন/শফিক