ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেইসঙ্গে অবিলম্বে ইউক্রেন থেকে সব বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ডাকা বিরল জরুরি অধিবেশনে বুধবার সংস্থাটির ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ দেশ এই প্রস্তাবটিকে সমর্থন করেছে।
১৯৯৭ সালের পর এটি নিরাপত্তা পরিষদের প্রথম জরুরি বৈঠক।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ